For well over a century, both countries have connected through culture. From descendants of the earliest immigrants in the 1880s to recent arrivals, the Bangladeshi diaspora has grown and successfully established itself in American business, politics, and culture. There are at least 250,000 Bangladeshi Americans—with some unofficial estimates up to 800,000—who live throughout the United States, where they have created vibrant communities. In New York City, food carts sell fuchkas; many Bangladeshi Americans own restaurants and shops in the Jackson Heights neighborhood; and the first council member of Bangladeshi descent was recently elected. Bangladeshis celebrated Muhammad Ali’s historic 1978 “homecoming”—the first major visit by an American celebrity since independence—and continue to enjoy American culture through popular television shows, dance, and music such as jazz and Hip Hop, which local musicians rework into Bengali cultural motifs. This cultural exchange is the true essence of a lasting, meaningful relationship and further fortifies the bond between Bangladeshis and Americans for decades to come. 

 
 
 

উভয় দেশ এক শতাব্দীরও বেশি সময় ধরে সংস্কৃতির মাধ্যমে সংযুক্ত রয়েছে। ১৮৮০’র দশকে একেবারে শুরুর দিকের অভিবাসীদের বংশধর থেকে সাম্প্রতিক অভিবাসী পর্যন্ত বাংলাদেশী প্রবাসীরা নিজেদেরকে আমেরিকান ব্যবসা, রাজনীতি ও সংস্কৃতিতে সফলভাবে প্রতিষ্ঠিত করেছে। কিছু অনানুষ্ঠানিক হিসাবমতে ৮০০,০০০ পর্যন্ত হলেও অন্তত ২৫০,০০০ বাংলাদেশী আমেরিকান আছে যারা যুক্তরাষ্ট্রের সমস্ত স্থানে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে এবং প্রাণবন্ত জনসমাজ গড়ে তুলেছে। নিউ ইয়র্ক সিটিতে খাবারের গাড়িতে ফুচকা বিক্রি হচ্ছে; জ্যাকসন হাইটস এলাকায় বহু বাংলাদেশি আমেরিকানের রেস্তোরাঁ ও দোকান আছে; এবং সম্প্রতি প্রথম কাউন্সিল সদস্য হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি নির্বাচিত হয়েছেন। স্বাধীনতার পর আমেরিকার কোন বিখ্যাত ব্যক্তির প্রথম বড় সফর হিসেবে ১৯৭৮ সালে বাংলাদেশীরা মোহাম্মদ আলীর ঐতিহাসিক “স্বদেশ প্রত্যাবর্তন” উদযাপন করেছে। বাংলাদেশীরা বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান, নৃত্য এবং জ্যাজ ও হিপ হপের মতো সঙ্গীতের মাধ্যমে অব্যাহতভাবে আমেরিকান সংস্কৃতি উপভোগ করে আসছে এবং সেগুলোকে এদেশের সঙ্গীতশিল্পীরা বাঙালি সংস্কৃতির উপাদান হিসেবে রূপায়ণ করছেন। এই সাংস্কৃতিক বিনিময় দীর্ঘস্থায়ী ও অর্থবহ সম্পর্কের প্রকৃত রূপ যা আগামী দশকগুলোতে বাংলাদেশি ও আমেরিকানদের মধ্যেকার বন্ধনকে আরো মজবুত করবে।