Lamia Mela places a Bangladeshi-flag headband on Spectrum Dance Theater member Derek Crescenti after their final performance, Dhaka, 2013
Between 2010-2018, DanceMotion USA facilitated cultural exchanges by sending professional American contemporary dancers and dance companies to other countries. The program was funded by the U.S. Department of State’s Bureau of Educational and Cultural Affairs and administered by the Brooklyn Academy of Music. Spectrum Dance Theater, a dance company based in Seattle, Washington, taught workshops and classes at local schools and held several performances in Dhaka as part of their tour to Bangladesh, Nepal, and Sri Lanka.
U.S. Embassy Bangladesh
লামিয়া মেলা স্পেকট্রাম ড্যান্স থিয়েটারের চূড়ান্ত পরিবেশনার পর দলীয় সদস্য ডেরেক ক্রিসেন্টির মাথায় বাংলাদেশী পতাকার ফেটি বেঁধে দিচ্ছেন, ঢাকা, ২০১৩ সাল
ডান্স-মোশন ইউএসএ ২০১০-২০১৮ সালের মধ্যে আমেরিকার সমসাময়িক বিভিন্ন পেশাদার নৃত্যশিল্পী ও নৃত্য সংগঠনকে বিভিন্ন দেশে পাঠানোর মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় উৎসাহিত করেছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ব্যুরোর অর্থায়নে ব্রুকলিন একাডেমি অফ মিউজিক কর্তৃক কার্যক্রমটি পরিচালিত হয়েছিল। ওয়াশিংটনের সিয়াটলভিত্তিক স্পেকট্রাম ড্যান্স থিয়েটার নামক নৃত্য কোম্পানি স্থানীয় বিভিন্ন স্কুলে কর্মশালা ও পাঠদান করেছে এবং বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা সফরের অংশ হিসাবে ঢাকায় বেশ কয়েকটি অনুষ্ঠান করেছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশ