American Hip Hop artist Amirah Sackett (center) dances with Bangladeshi artists during the Next Level Bangladesh residency, Dhaka, 2014
Next Level, an initiative of the U.S. Department of State, the University of North Carolina at Chapel Hill, and Meridian International Center, uses Hip Hop music, dance, and art to promote conflict transformation and build global community. In 2014, four American Hip Hop artists led workshops at the Edward M. Kennedy (EMK) Center in Dhaka that culminated in a final performance in front of 3,500 at Shilpakala Academy. A year after the final performance, rapper Bigg Spade gathered dozens of the Hip Hop artists to mount a reunion show at the EMK Center.
Anshul Gupta/Next Level
আমেরিকার হিপ হপ শিল্পী আমিরাহ স্যাকেট (মাঝে) নেক্সট লেভেল বাংলাদেশ রেসিডেন্সি কার্যক্রম চলাকালে বাংলাদেশী শিল্পীদের সাথে নৃত্য পরিবেশন করছেন, ঢাকা, ২০১৪ সাল
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট, চ্যাপেল হিলস্থ ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা ও মেরিডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারের যৌথ উদ্যোগ- নেক্সট লেভেল, সংঘাত নিরসন উৎসাহিতকরণ ও বৈশ্বিক জনসমাজ গড়ে তোলার লক্ষ্যে হিপ হপ সংগীত, নৃত্য ও শিল্পকলাকে অবলম্বন করেছে। ২০১৪ সালে আমেরিকার চার হিপ হপ শিল্পী ঢাকার এডওয়ার্ড এম কেনেডি (EMK) সেন্টারে এক কর্মশালা পরিচালনা করেন। কর্মশালাটির সমাপ্তি ঘটে শিল্পকলা একাডেমিতে ৩,৫০০ দর্শকের সামনে এক চূড়ান্ত পরিবেশনার মাধ্যমে। চূড়ান্ত পরিবেশনার এক বছর পর র্যাপার বিগ স্পেড বহু হিপ হপ শিল্পীর অংশগ্রহণে EMK সেন্টারে এক পুনর্মিলনী পরিবেশনার আয়োজন করেন।
আনশুল গুপ্ত/নেক্সট লেভেল