University of Michigan student Quazi Syque Caesar competes on the parallel bars for Team Bangladesh, London, 2012 

While attending the University of Michigan, Quazi Syque Caesar joined the Wolverines men’s gymnastics team. He earned numerous accolades, including U.S. National Collegiate Athletic Association record holder on parallel bars. Caesar represented Bangladesh at the 2012 London Olympic Games, the 2011 and 2013 World Championships, and the 2014 Commonwealth Games and Asian Games, becoming UM’s first student athlete in 53 years to compete in three national championships. Following his athletic career, Caesar was assistant coach at Stanford University and later the head coach for the athlete resident program at the U.S. Olympic & Paralympic Training Center. 

Quazi Syque Caesar OLY 

 
 
 

ইউনিভার্সিটি অফ মিশিগানের শিক্ষার্থী কাজী সাইক সিজার প্যারালেল বারে বাংলাদেশ দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন, লন্ডন, ২০১২ সাল 

 মিশিগান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কাজী সাইক সিজার উওলভারিন পুরুষ শারীরক্রীড়া দলে যোগ দেন। তিনি প্যারালেল বারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন রেকর্ডসহ অসংখ্য পদকে ভূষিত হন। সিজার ২০১২ সালে লন্ডন অলিম্পিক গেমস, ২০১১ ও ২০১৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২০১৪ সালে কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ইউএম-এর ৫৩ বছরের ইতিহাসে তিনি প্রথম শিক্ষার্থী ক্রীড়াবিদ হয়ে ওঠেন যিনি তিনটি জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্রীড়াবিদ হিসেবে পেশাগ্রহণের পর সিজার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহকারী প্রশিক্ষক এবং পরে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক প্রশিক্ষণ কেন্দ্রের আবাসিক ক্রীড়াবিদ কার্যক্রমের প্রধান প্রশিক্ষক ছিলেন। 

কাজী সাইক সিজার অলি