Throughout this bilateral relationship, the United States has remained a committed partner to the stability and health of both Bangladesh and its people. The U.S. Agency for International Development (USAID) started operations in Bangladesh before 1971 and has continued providing consistent support over the past half century. Its program in Bangladesh, USAID’s largest in Asia, provides development assistance in food security, health, and democratic stability, with a long-term goal of helping Bangladesh become a middle-income country. More recently, the United States was the largest international provider of COVID-19 vaccines to Bangladesh and assisted local organizations with vaccine outreach during the global pandemic. These photographs show the spirit of American volunteerism and how U.S. military personnel are deployed to aid with the effects of climatic disasters, such as cyclones, in Bangladesh.  

 
 
 

দ্বিপাক্ষিক সম্পর্কের এই পুরো সময় জুড়ে বাংলাদেশ ও এর জনগণ উভয়ের স্থিতিশীলতা ও স্বাস্থ্যের ক্ষেত্রে অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ১৯৭১ সালেরও আগে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এবং গত অর্ধ শতাব্দী ধরে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। বাংলাদেশে এশিয়ার মধ্যে ইউএসএআইডি’র সর্ববৃহৎ কর্মসূচির আওতায় বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে সহায়তা দেয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও গণতান্ত্রিক স্থিতিশীলতা উন্নয়নে সহায়তা প্রদান করা হয়। অতি সম্প্রতি বৈশ্বিক মহামারী চলাকালে যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোভিড-১৯’র টিকার বৃহত্তম সরবরাহকারী হিসেবে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে টিকা বিতরণে সহায়তা করেছে। এই ছবিগুলোতে আমেরিকান স্বেচ্ছাসেবার মূলমন্ত্র এবং বাংলাদেশে ঘূর্ণিঝড়ের মতো জলবায়ু বিপর্যয়কালে সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক কর্মীদেরকে কীভাবে নিযুক্ত করা হয় সে বিষয়গুলো উঠে এসেছে।