U.S. Air Force Sergeant Sam Bishop and Staff Sergeant Jeffrey Stephens discuss propeller maintenance with Bangladesh Air Force maintainers from the 101st Special Flying Unit, Dhaka, 2015 

The Cope South 15, a bilateral military collaboration, brought together 80 U.S. Airmen and 200 Bangladesh air force service members at Bangladesh Air Force Base Bangabandhu. Over the course of the exercise, military service members exchanged airlift, air-land, and airdrop delivery techniques to advance their combined ability to respond to regional disasters and provide humanitarian assistance.  

1st Lt. Jake Bailey/U.S. Air Force 

 

যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সার্জেন্ট স্যাম বিশপ ও স্টাফ সার্জেন্ট জেফরি স্টিফেনস বাংলাদেশ বিমান বাহিনীর ১০১তম স্পেশাল ফ্লাইং ইউনিটের রক্ষণাবেক্ষণকারীদের সাথে প্রপেলার রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করছেন, ঢাকা, ২০১৫ সাল 

কোপ সাউথ ১৫ নামে এক দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে যুক্তরাষ্ট্রের ৮০ জন বৈমানিক ও বাংলাদেশ বিমান বাহিনীর ২০০ জন সদস্য একত্র হয়েছেন। অনুশীলনের সময় জুড়ে সামরিক পরিষেবার সদস্যবৃন্দ আঞ্চলিক পর্যায়ে বিপর্যয় মোকাবেলা ও মানবিক সহায়তা প্রদানে যৌথ সক্ষমতা বাড়াতে ভূমি থেকে শূন্যে তোলা, শূন্য থেকে ভূমিতে নামানো ও শূন্য থেকে ভূমিতে ফেলার বিভিন্ন কৌশলে মালামাল আদান-প্রদান করেন।  

ফার্স্ট লে. জেইক বেইলি/ইউএস এয়ার ফোর্স