U.S. military delivers supplies to Bangladesh residents after tropical Cyclone Marian, Chattogram District, 1991
Twenty-four hours after an appeal from the Bangladesh government for more support getting food, medicine, and clothing to those affected by the 1991 cyclone, the U.S. military launched Operation Sea Angel—one of the largest military disaster relief taskforces ever assembled. The taskforce dispatched 7,600 U.S. soldiers, marines, sailors, and airmen to bolster relief efforts. U.S. Air Force’s Master Sergeant Tony Hughes, Technical Sergeant Craig Sands, and Technical Sergeant William Hill assisted residents with loading supplies.
Staff Sgt. Val Gempis/National Archives and Records Administration
ক্রান্তীয় ঘূর্ণিঝড় মেরিয়ানের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দুর্গত বাংলাদেশীদের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করছে, চট্টগ্রাম জেলা, ১৯৯১ সাল
১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য আরো খাদ্য, ওষুধ ও বস্ত্র চেয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে সহায়তার আবেদনের চব্বিশ ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অপারেশন সি এঞ্জেল শুরু করে যা এখন পর্যন্ত দুর্যোগ মোকাবেলায় সংগঠিত বৃহত্তম সামরিক ত্রাণ বাহিনীগুলোর অন্যতম। ত্রাণ তৎপরতা জোরদার করার জন্য গঠিত টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের ৭,৬০০ সেনা, নৌসেনা, নাবিক ও বৈমানিককে প্রেরণ করে। যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর মাস্টার সার্জেন্ট টনি হিউজ, টেকনিক্যাল সার্জেন্ট ক্রেইগ স্যান্ডস ও টেকনিক্যাল সার্জেন্ট উইলিয়াম হিল বাসিন্দাদেরকে মালামাল বোঝাইকরণে সহায়তা করেন।
স্টাফ সার্জেন্ট ভ্যাল জেম্পিস/ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন