Robert L. Bourquein, relief coordinator of the USAID Mission to Bangladesh, receives a 35-ton consignment of donated supplies, Dhaka, 1982 

USAID Bangladesh has operated since 1971 and it remains one of the agency’s largest development assistance programs in the world. Through the Medical Assistance Program, American pharmaceutical companies donated drugs, vitamins, food, and medical equipment to Bangladeshi hospitals. Upon arrival, these goods were inspected, sorted, and dispersed to hospitals across the nation.  

National Archives and Records Administration 

 
 

 বাংলাদেশে ইউএসএআইডি মিশনের ত্রাণ সমন্বয়কারী রবার্ট এল. বোরকুইন দান হিসেবে প্রাপ্ত ৩৫ টন ত্রাণ-সামগ্রীর চালান গ্রহণ করছেন, ঢাকা, ১৯৮২ 

ইউএসএআইডি বাংলাদেশ ১৯৭১ সাল থেকে পরিচালিত হচ্ছে এবং সারা বিশ্বে সংস্থাটির অন্যতম বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি হিসেবে চলমান রয়েছে। চিকিৎসা সহায়তা কর্মসূচির আওতায় আমেরিকার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের হাসপাতালগুলোতে অনুদান হিসেবে ওষুধ, ভিটামিন, খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে। এসকল দ্রব্যাদি এসে পৌঁছানোর পর পরিদর্শন ও বাছাইপূর্বক সারা দেশের হাসপাতালগুলোতে বিতরণ করা হয়েছিল।  

ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন