Healthcare worker Ragia Akhter Khatoon advises a woman on family planning, Dhaka, 1980 

USAID sponsored health centers, including the Masimpur Rural Health Centre, provide family planning to communities throughout Bangladesh. As one of the most densely populated countries, Bangladesh, in partnership with USAID and others, launched an initiative to slow population growth through contraception and education. Within three years, USAID provided more than $7 million in health and planning program aid while also sponsoring health service training for Bangladeshi healthcare workers such as Ragia Akhter Khatoon.  

National Archives and Records Administration 

 
 

 স্বাস্থ্যসেবা কর্মী রাজিয়া আক্তার খাতুন এক নারীকে পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ দিচ্ছেন, ঢাকা, ১৯৮০ সাল 

মাসিমপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রসহ ইউএসএআইডি’র পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো সারা বাংলাদেশের জনসমাজে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে। অন্যতম সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ ইউএসএআইডি ও অন্যান্যদের সাথে অংশীদারিত্বে গর্ভনিরোধ ও শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির গতি হ্রাসের লক্ষ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছে। তিন বছরের মধ্যে ইউএসএআইডি স্বাস্থ্য ও পরিকল্পনা কার্যক্রমে ৭০ লক্ষ ডলারেরও বেশি অর্থ সহায়তা প্রদান করেছে। পাশাপাশি তারা রাজিয়া আক্তার খাতুনের মতো বাংলাদেশী স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য স্বাস্থ্য পরিষেবা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা দিয়েছে।  

ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন