Biman Bangladesh Airlines’s first Boeing 787-8 Dreamline Aircraft lands at Hazrat Shahjalal International Airport, Dhaka, 2018 

Biman Bangladesh Airlines received its first Boeing 787, nicknamed Akashbina, in 2018. The following year, the companies announced the carrier's expansion of its 787 Dreamliner fleet with the purchase of two additional airplanes to provide more destinations in Europe, Asia, and the Middle East. Through a multiyear agreement, Boeing provides services to train Biman Bangladesh pilots to access mobile charts and navigational information, increasing situational awareness on the ground and in the air.  

The Boeing Company 

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইন এয়ারক্র্যাফট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে, ঢাকা, ২০১৮ 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০১৮ সালে তাদের প্রথম ৭৮৭ বোয়িং বিমান পেয়েছে, যার ডাকনাম আকাশবীণা। পরের বছর কোম্পানিটি ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের আরো কিছু গন্তব্যে বিমান পরিচালনার জন্য অতিরিক্ত দুটি বিমান কেনার মাধ্যমে ৭৮৭ ড্রিমলাইনার বহরের বিমান চলাচল সম্প্রসারণের ঘোষণা দেয়। বোয়িং বহু বছর মেয়াদী এক চুক্তির আওতায় বিমান বাংলাদেশের পাইলটদের জন্য মোবাইল চার্ট ও বিমান চলাচল বিষয়ক তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়াতে প্রশিক্ষণ পরিষেবা প্রদান করে। এর ফলে তাদের মধ্যে স্থলে ও আকাশের পরিস্থিতিগত বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। 

দি বোয়িং কোম্পানি