Coca-Cola Bangladesh and Ocean Conservancy host annual International Coastal Cleanup, St. Martin, 2020
Coca-Cola was introduced to Bangladesh in 1962 and in 2017 opened its first bottling plant in Bhaluka. Three years later, Coca-Cola pledged a $200 million investment in Bangladesh, which includes a commitment to environmental and social causes across the nation, including waste management, plastic reduction, and women’s entrepreneurship initiatives. That same year, Coca-Cola Bangladesh partnered with Keokradong Bangladesh to complete Ocean Conservancy’s 10th annual International Coastal Cleanup (ICC) on St. Martin, Bangladesh’s only coral island. Since 2011, the ICC has had over 4,500 volunteers who have collected more than 12,000 kg of marine debris from Bangladeshi shores.
Coca-Cola, Public Affairs for Southeast Asia/India
কোকা-কোলা বাংলাদেশ ও ওশান কনজারভেন্সি উপকূল পরিচ্ছন্নতা বিষয়ক বার্ষিক অভিযান- ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ আয়োজন করে, সেন্ট মার্টিন, ২০২০ সাল
বাংলাদেশে কোকা-কোলার কার্যক্রম শুরু হয় ১৯৬২ সালে এবং ২০১৭ সালে ভালুকায় প্রথম বোতলজাতকরণ কারখানা চালু হয়। তিন বছর পর কোকা-কোলা বাংলাদেশে ২০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক হ্রাস ও নারী উদ্যোক্তা কার্যক্রমসহ সারাদেশে পরিবেশগত ও সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনের অঙ্গীকার। সে বছরই বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ওশান কনজারভেন্সির দশম বার্ষিক ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ (ICC) সম্পন্ন করতে কেওক্রাডং বাংলাদেশের সাথে অংশীদারিত্ব স্থাপন করে কোকা-কোলা বাংলাদেশ। ২০১১ সাল থেকে আইসিসির ৪,৫০০-এরও বেশি স্বেচ্ছাসেবক বাংলাদেশের বিভিন্ন উপকূল থেকে ১২,০০০ কেজিরও বেশি সমুদ্রে নিক্ষিপ্ত বর্জ্য সংগ্রহ করে।
কোকা-কোলা, দক্ষিণ-পূর্ব এশিয়া জনসংযোগ বিভাগ/ভারত