Shahara Aktar (left) and other labor union members speak with factory management in Gazipur, Dhaka, 2016 

Bangladesh’s garment industry employs 4 million workers, more than half of whom are women. USAID’s Worker Empowerment Program, which was announced in 2015 on the second anniversary of the Rana Plaza factory collapse, aims to equip workers, particularly women, with the skills and support to protect their rights, promote their interests, and improve conditions in their workplace and community. Through this program, labor union members receive training on protecting their workers’ rights such as employment cards, on-time and overtime pay, and sick leave.  

Josh Estey/USAID 

 
 
 

শাহারা আক্তার (বামে) ও শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্য কারখানা পরিচালনা পর্ষদের সাথে কথা বলছেন, গাজীপুর, ঢাকা, ২০১৬ সাল 

বাংলাদেশের গার্মেন্টস শিল্পে ৪০ লক্ষ কর্মী নিয়োজিত যাদের অর্ধেকেরও বেশি নারী। রানা প্লাজা কারখানা ধ্বসের দ্বিতীয় বার্ষিকীতে ২০১৫ সালে ঘোষিত ইউএসএআইডি’র শ্রমিকদের ক্ষমতায়ন কার্যক্রমের লক্ষ্য হলো শ্রমিক, বিশেষত নারী শ্রমিকদের অধিকার সুরক্ষা, তাদের স্বার্থ উৎসাহিতকরণ এবং কর্মক্ষেত্র ও জনসমাজের অবস্থা উন্নয়নে তাদের দক্ষতা বৃদ্ধি ও সহায়তা প্রদান। এ কার্যক্রমের আওতায় শ্রমিক ইউনিয়নের সদস্যগণ কর্মসংস্থান কার্ড, সময়মতো এবং অতিরিক্ত সময়ে কাজের বেতন এবং অসুস্থতাকালীন ছুটিসহ শ্রমিকদের বিভিন্ন অধিকার সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ পান।  

জশ এস্টি/ইউএসএআইডি