U.S. Trade Representative Michael Froman and Bangladesh Ambassador to the United States Akramul Qader (back) watch Acting Deputy U.S. Trade Representative Wendy Cutler (left) and Bangladesh Commerce Secretary Mahbub Ahmed sign the Trade and Investment Cooperation Forum Agreement (TICFA), Washington, DC, 2013
Since 2013, Bangladesh and the United States have engaged in an annual forum to discuss economic issues through TICFA. TICFA provides a bilateral mechanism to cooperate in areas of mutual concern, including workplace safety and health, workers’ rights, and intellectual property rights. Through TICFA, the United States has supported Bangladesh’s goal of restoring its eligibility in the U.S.’s Generalized System of Preferences program through labor law amendments and workplace safety improvements in response to the garment factory tragedies in 2012 and 2013.
Jim Watson/AFP via Getty Images
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ ওয়েন্ডি কাটলার (বামে) ও বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) স্বাক্ষরকালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের (পেছনে) দেখছেন, ওয়াশিংটন, ডিসি, ২০১৩ সাল
টিকফা’র মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে আলোচনার জন্য ২০১৩ সাল থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি বার্ষিক ফোরামে সম্পৃক্ত রয়েছে। টিকফা’র আওতায় কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য, শ্রমিকদের অধিকার ও মেধাস্বত্বসহ পরস্পর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার দ্বিপাক্ষিক প্রক্রিয়া চালু হয়েছে। টিকফা’র মাধ্যমে যুক্তরাষ্ট্র ২০১২ ও ২০১৩ সালে পোশাক কারখানায় সংঘটিত মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে শ্রম আইন সংশোধন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা উন্নত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্স কার্যক্রমে বাংলাদেশের যোগ্যতা পুনরুদ্ধারের লক্ষ্যকে সমর্থন দিয়েছে।
জিম ওয়াটসন/এএফপি, গেটি ইমেজেস সূত্রে