Louis Kahn (second from left) works on a model of the National Assembly Building, Dhaka, 1961 

Muzharul Islam was a Bangladeshi architect who pioneered modernism in his home country. Islam studied at Yale University, where he and classmate Stanley Tigerman were taught by Paul Rudolph, and where Islam met Estonian-born American architect Louis Kahn. Islam invited all three to Bangladesh, where they became known as “the American trio.” Along with the Ayub National Hospital (1962), Kahn designed the National Assembly Building (Jatiyo Sangsad Bhaban) in Dhaka, which was completed in 1982 using local materials, integrating modern architecture with Bangladesh’s cultural and geographical landscape.  

George Alikakos/Louis I. Kahn Collection, The University of Pennsylvania and the Pennsylvania Historical and Museum Commission 

 
 

লুই কান (বাম থেকে দ্বিতীয়) জাতীয় সংসদ ভবনের মডেল নিয়ে কাজ করছেন, ঢাকা, ১৯৬১ সাল 

বাংলাদেশী স্থপতি মাজহারুল ইসলাম ছিলেন নিজ দেশে আধুনিকতার পথপ্রদর্শক। ইসলাম ইয়েল ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেন যেখানে তিনি ও তাঁর সহপাঠী স্ট্যানলি টাইগারম্যান শিক্ষাগ্রহণ করেন পল রুডলফের কাছ থেকে। এখানেই ইসলামের সাথে দেখা হয় এস্তোনিয়ান বংশোদ্ভূত আমেরিকান স্থপতি লুই কানের সাথে। ইসলাম তিনজনকেই বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। এখানে তারা “আমেরিকান ত্রয়ী” নামে পরিচিত হয়ে ওঠেন। আইয়ুব ন্যাশনাল হসপিটাল (১৯৬২) ছাড়াও কান ঢাকায় জাতীয় সংসদ ভবনের নকশা প্রণয়ন করেন। ভবনটি ১৯৮২ সালে স্থানীয় উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল। এতে বাংলাদেশের সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে আধুনিক স্থাপত্যশৈলীকে একীভূত করা হয়েছিলো।  

জর্জ আলিকাকোস/লুই আই কান কালেকশন, ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া ও পেনসিলভানিয়া হিসটোরিক্যাল অ্যান্ড মিউজিয়াম কমিশন