Peace Corps Volunteer Robert Taylor (left) instructs local farmers on ways to care for their cattle, Comilla, 1961
Established in 1961 by the U.S. government, the Peace Corps was created to assist developing countries by providing skilled workers in fields such as education, health, entrepreneurship, and community development. Bangladesh, then known as East Pakistan, was one of the program’s first locations. Volunteers served as junior instructors in colleges, taught new farming methods, organized youth clubs, and worked in hospitals. During their service in Comilla, Robert Taylor and Florence McCarthy (center) set up a model dairy farm to increase milk production and worked with women’s groups on health and sanitation.
Peace Corps
পিস কোর’র স্বেচ্ছাসেবক রবার্ট টেইলর (বামে) স্থানীয় কৃষকদেরকে গবাদি পশুর যত্ন নেয়ার বিষয়ে পরামর্শ দিচ্ছেন, কুমিল্লা, ১৯৬১
শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা উদ্যোগ গ্রহণ ও সামাজিক উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মী তৈরির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক ১৯৬১ সালে পিস কোর প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন পূর্ব পাকিস্তান নামে পরিচিত বাংলাদেশ ছিল এই কার্যক্রমের প্রথম কর্মস্থলগুলোর অন্যতম। এর স্বেচ্ছাসেবকেরা কলেজে জুনিয়র প্রশিক্ষক হিসেবে কাজ করেছে, চাষাবাদের নতুন পদ্ধতি শিখিয়েছে, যুব ক্লাব গঠন করেছে এবং বিভিন্ন হাসপাতালে কাজ করেছে। কুমিল্লায় কাজ করার সময় রবার্ট টেইলর ও ফ্লোরেন্স ম্যাকার্থি (মাঝে) দুধ উৎপাদন বৃদ্ধির জন্য একটি মডেল ডেইরি ফার্ম স্থাপন করেন এবং স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন বিষয়ে নারীদলের সাথে কাজ করেন।
পিস কোর