Wildlife Conservation Society Bangladesh trains Forest, Fisheries, and Customs officers on identifying protected sharks and rays at fish landing sites, Khulna, 2021 

Bangladesh is home to more than 100 shark and ray species, the majority of which are threatened with extinction from overfishing. The Wildlife Conservation Society, headquartered in New York City, supports the Government of Bangladesh in reversing the decline of marine wildlife and fisheries through science-based conservation solutions, including training government officers to improve their ability to monitor wildlife trade and enforce regulations.  

© WCS Bangladesh 

 
 
 

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশ বন, মৎস্য ও শুল্ক কর্মকর্তাদেরকে মাছধরা নৌকার ঘাটগুলোতে সুরক্ষিত হাঙ্গর ও রে-ফিস সনাক্তকরণের প্রশিক্ষণ দিচ্ছে, খুলনা, ২০২১ সাল 

বাংলাদেশে ১০০’রও বেশি হাঙর ও রে প্রজাতির মাছের আবাস। এগুলোর অধিকাংশই অতিরিক্ত মাছ শিকারের কারণে বিলুপ্তির হুমকিতে রয়েছে। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির সদর দপ্তর, নিউইয়র্ক সিটিতে অবস্থিত। সংস্থাটি সরকারী কর্মকর্তাদেরকে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় নিরীক্ষণ ও আইন প্রয়োগের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণসহ সংরক্ষণ কাজে বিজ্ঞান-ভিত্তিক সমাধান প্রদানের মাধ্যমে সামুদ্রিক মুক্তপ্রাণী ও মৎস্য সম্পদ হ্রাসকে বিপরীতমুখী করার লক্ষ্যে বাংলাদেশ সরকারকে সহায়তা করে।  

© ডব্লিউসিএস বাংলাদেশ