Bangladeshi students mark their study abroad locations on a map of the United States at a pre-departure orientation, Dhaka, 2018
In 1974, 480 Bangladeshi students traveled to the United States for a study abroad semester at universities and colleges throughout the country. The number of young scholars in Bangladesh interested in international education, particularly in American schools, has steadily grown each year. Since 2011, this number has more than tripled, from 3,314 students to 10,597 students during the 2021-2022 academic year.
U.S. Embassy Bangladesh
শিক্ষার উদ্দেশ্যে যাত্রাপূর্ব অবহিতকরণ অধিবেশনে বাংলাদেশী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের মানচিত্রে তাদের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর অবস্থানগুলো চিহ্নিত করছে, ঢাকা, ২০১৮ সাল
১৯৭৪ সালে ৪৮০ জন বাংলাদেশী শিক্ষার্থী এক সেমেস্টারের জন্য বিদেশে অধ্যয়নের অংশ হিসেবে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নের জন্য যুক্তরাষ্ট্রে যান। আন্তর্জাতিক পর্যায়ে বিশেষত আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণে আগ্রহী বাংলাদেশী তরুণ শিক্ষার্থীদের সংখ্যা প্রতি বছর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই সংখ্যাটি ২০১১ সালে ৩,৩১৪ জন থেকে তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জনে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশ