U.S. Senator Edward Kennedy and Joan Kennedy meet Prime Minister Sheikh Mujibur Rahman at Dhaka University, Dhaka, 1972
In 1971, Senator Edward Kennedy, who was the chairman of the Senate Judiciary Committee on Refugees and a critic of President Richard Nixon’s policy of resolute support to Pakistan, traveled to India to observe the refugee crisis. Following Bangladeshi independence in 1972, Kennedy traveled with his wife, Joan, and nephew to Dhaka, where he met with Prime Minister Sheikh Mujibur Rahman. The senator—the first American statesman to visit Bangladesh—vowed to push the U.S. Senate towards granting diplomatic recognition of the new country.
Mark Godfrey
সিনেটর এডওয়ার্ড কেনেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিচ্ছেন, ঢাকা, ১৯৭২ সাল
বাংলাদেশে দুই দিনের সফরকালে সিনেটর এডওয়ার্ড কেনেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮,০০০ শিক্ষার্থীর উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি পাকিস্তান সেনাবাহিনীর উপড়ে ফেলা একটি বটগাছের স্থলে জন্য আরেকটি বটগাছ রোপণ করেন। সিনেটর কেনেডি তাঁর বক্তৃতায় বাংলাদেশের স্বাধীনতা ও আমেরিকার বিপ্লবের মধ্যে সামঞ্জস্য তুলে ধরেন এবং এ বিষয়ে আমেরিকার জনগণের সমর্থন আদায়ের প্রতিশ্রুতি দেন: “সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকার জনগণ আপনাদের সাথে ছিলো... আমরা এখন আপনাদের চেতনায় মিশে আছি।”
পপারফটো, গেটি ইমেজ সূত্রে