Senator Edward Kennedy makes a speech at Dhaka University, Dhaka, 1972 

During his two-day visit to Bangladesh, Senator Edward Kennedy addressed 8,000 students at Dhaka University, where he also planted a banyan tree to replace one the Pakistani army had uprooted. In his speech, Senator Kennedy drew parallels between the liberation of Bangladesh and the American Revolution, pledging his and the American public’s support: “The people of America were with you in recent months… we are with you now in spirit.” 

Popperfoto via Getty Images 

 
 

যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড কেনেডি ও জোয়ান কেনেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন, ঢাকা, ১৯৭২ সাল 

শরণার্থী বিষয়ে সিনেটের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান ও পাকিস্তানের প্রতি প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের দৃঢ় সমর্থনের নীতির সমালোচক সিনেটর এডওয়ার্ড কেনেডি ১৯৭১ সালে শরণার্থী সংকট পর্যবেক্ষণের জন্য ভারত সফর করেন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে কেনেডি তাঁর স্ত্রী জোয়ান ও ভাতিজাকে নিয়ে ঢাকায় আসেন এবং তিনি প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সফরকারী প্রথম আমেরিকান কূটনীতিক এই সিনেটর নতুন এই দেশটিকে কূটনৈতিক স্বীকৃতি প্রদানের ব্যাপারে যুক্তরাষ্ট্র সিনেটকে চাপ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।  

মার্ক গডফ্রে