Reporter and women’s rights activist Nadia Sharmeen receives the International Women of Courage Award, Washington, DC, 2015
Secretary of State Condoleezza Rice established the International Women of Courage (IWOC) Award in 2007 to honor women around the world who have courageously advocated for the rights, equality, and social progress of all citizens despite the adversity and dangers they often face. While covering a rally for banning gender integration in public, Bangladeshi journalist and women’s rights activist Nadia Sharmeen was attacked by more than 50 men and hospitalized for her injuries. Nadia received a 2015 IWOC Award for her bravery and continued commitment to covering conservative rallies.
Gainew Gallery/Alamy Stock Photo
সাংবাদিক ও নারী অধিকার কর্মী নাদিয়া শারমিন ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড গ্রহণ করেন, ওয়াশিংটন, ডিসি, ২০১৫ সাল
সেক্রেটারি অফ স্টেট কন্ডোলিজা রাইস ২০০৭ সালে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ (IWOC) পুরস্কার চালু করেন। এর উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূলতা ও বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও সকল নাগরিকের জন্য অধিকার, সমতা ও সামাজিক অগ্রগতির পক্ষে জনমত গঠনে কর্মরত সাহসী নারীদেরকে সম্মান জানানো। জনসমক্ষে নারী-পুরুষের মেলামেশা নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত এক সমাবেশের সংবাদ ধারণকালে বাংলাদেশী সাংবাদিক ও নারী অধিকার কর্মী নাদিয়া শারমিন ৫০ জনেরও বেশি পুরুষের হামলার শিকার হন এবং আঘাতের ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নাদিয়া তাঁর সাহসিকতার জন্য ২০১৫ সালে IWOC পুরস্কার পান এবং তিনি বিভিন্ন রক্ষণশীল সমাবেশের সংবাদ সংগ্রহ কাজের প্রতি অঙ্গীকার বজায় রেখেছেন।
গেইনিউ গ্যালারি/অ্যালামি স্টক ফটো