Dr. John E. Owen (left) and Dr. A.K. Nazmul Karim (center) at Dhaka University, Dhaka, c. 1960-1961 

Dr. A.K. Nazmul Karim earned degrees in political science from Dhaka University before winning the East Pakistan State Scholarship, which enabled him to travel to the United States for further studies. In 1953, Karim earned two master’s degrees from Columbia University in government and sociology. After earning his doctorate, he founded the Sociology Department at Dhaka University in 1957 with assistance from UNESCO and American Dr. John E. Owen, a Fulbright scholar. Karim served as the department’s first chairman.  

Lamia Karim  

 
 
 

ড. জন ই. ওয়েন (বামে) ও ড. এ কে নাজমুল করিম (মাঝে), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৯৬০-১৯৬১ সালের দিকে 

ইস্ট পাকিস্তান স্টেট স্কলারশিপ লাভের পূর্বে ড. এ কে নাজমুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। এই বৃত্তি তাঁকে আরো লেখাপড়ার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ এনে দেয়। ১৯৫৩ সালে করিম কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও সমাজবিজ্ঞানে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ডক্টরেট ডিগ্রি অর্জনের পর তিনি ইউনেস্কো ও ফুলব্রাইট কার্যক্রমের আমেরিকান শিক্ষার্থী ডক্টর জন ই. ওয়েনের সহায়তায় ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। বিভাগের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন করিম। 

লামিয়া করিম