Fazlur R. Khan, Bruce Graham, Albert Lockett, Lew Brunner, and Richard E. Lenke present a model of John Hancock Center, Chicago, 1969 

In 1969, Skidmore, Owings & Merrill structural engineer Fazlur R. Khan, architect Bruce Graham, partners Albert Lockett and Richard E. Lenke, and American Institute of Steel Construction representative Lew Brunner developed the John Hancock Center in Chicago, Illinois. Khan, known as the “father of tubular design,” was born in Bangladesh and received a Fulbright scholarship in 1952 to study at the University of Illinois at Urbana-Champaign. Khan’s signature designs, which allow for vertical durability in high-rises, were inspired by the bamboo that grows in Bangladesh and laid the foundation for the 100-story building.  

Fazlur R. Khan Collection, Ryerson and Burnham Art and Architecture Archives, Art Institute of Chicago. Digital file #199207_141006-002.  

 
 

ফজলুর আর. খান, ব্রুস গ্রাহাম, অ্যালবার্ট লকেট, লিউ ব্রুনার ও রিচার্ড ই. লেনকে শিকাগোর জন হ্যানকক সেন্টারের একটি মডেল উপস্থাপন করছেন, ১৯৬৯ সাল 

স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিল’র পুরকৌশলী ফজলুর আর. খান, স্থপতি ব্রুস গ্রাহাম, সহসাথী অ্যালবার্ট লকেট ও রিচার্ড ই. লেনকে এবং আমেরিকান ইন্সটিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন’র প্রতিনিধি লিউ ব্রুনার ১৯৬৯ সালে ইলিনয়ের শিকাগোতে জন হ্যানকক সেন্টার নির্মাণ করেন। “নলাকৃতি নকশার জনক” হিসাবে পরিচিত খান বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং ১৯৫২ সালে আরবানা-চ্যাম্পেইনের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য ফুলব্রাইট বৃত্তি পান। খান তাঁর অনন্য ধারণা তথা সুউচ্চ ভবনাদিতে উল্লম্ব দীর্ঘস্থায়িত্ব সম্ভব করে তোলা নকশাটি করেছিলেন বাংলাদেশে জন্মানো বাঁশ দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং তিনি ১০০ তলা ভবনের ভিত্তি স্থাপন করেছিলেন।  

ফজলুর আর. খান কালেকশন, রায়ারসন অ্যান্ড বার্নহাম আর্ট অ্যান্ড আর্কিটেকচার আর্কাইভস, আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো ডিজিটাল ফাইল #199207_141006-002