U.S. Department of Agriculture Attaché Megan Francic meets with shrimp and prawn farmers, Khulna, 2022 

During a visit to Madhugram, Sholgatia, and Gopalkhali villages, members of the U.S. Embassy in Dhaka’s Agriculture office met small-scale farmers, producers, and traders who directly benefited from the Safe Aqua Farming for Economic and Trade Improvement (SAFETI) program. Funded by the U.S. Department of Agriculture, SAFETI was managed by Winrock International, a nonprofit organization dedicated to sustaining economic opportunity and natural resources by providing solutions to social, agricultural, and economic challenges. 

Winrock International 

 
 
 

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার’র অ্যাটাশে মেগান ফ্রান্সিক গলদা ও বাগদা চিংড়ি চাষীদের সাথে সাক্ষাৎ করছেন, খুলনা, ২০২২ 

মধুগ্রাম, শোলগাতিয়া ও গোপালখালি গ্রাম পরিদর্শনকালে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কৃষি অফিসের সদস্যগণ অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নে নিরাপদ জলজ কৃষি (SAFETI) কার্যক্রম থেকে সরাসরি উপকৃত ক্ষুদ্র চাষী, খামারি ও ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের অর্থায়নে, SAFETI কার্যক্রম পরিচালিত হয়েছে সামাজিক, কৃষি ও অর্থনৈতিক চ্যালেঞ্জের সমাধান প্রদানের মাধ্যমে অর্থনৈতিক সুযোগ ও প্রাকৃতিক সম্পদ দীর্ঘস্থায়িত্ব বজায় রাখার কাজে নিবেদিত অলাভজনক সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক। 

উইনরক ইন্টারন্যাশনাল