The original cast film Season 1 of Sisimpur, Dhaka, 2004 

With funding from USAID, Sisimpur, the beloved Bangladeshi version of Sesame Street, began development in 2001 and aired in 2005. American author and storyteller Annie Evans story-edited Sisimpur episodes and collaborated with Bangladeshi creators for several years, while her husband, Sesame Street puppeteer Martin P. Robinson, has held workshops for Sisimpur puppeteers throughout the show’s history. The two have contributed significantly to the popular program, which began filming its 15th season in 2022.  

Martin P. Robinson 

 
 
 

সিসিমপুর’র আদি চরিত্রাভিনেতাদের অংশগ্রহণে নির্মিত অনুষ্ঠানের ১ম মরশুম, ঢাকা, ২০০৪ 

ইউএসএআইডি’র অর্থায়নে সিসেম স্ট্রিট’র জনপ্রিয় বাংলাদেশী সংস্করণ সিসিমপুর’র নির্মাণকাজ শুরু হয় ২০০১ সালে এবং প্রচারিত হয় ২০০৫ সালে। সিসিমপুর ধারাবাহিকের গল্প-সম্পাদনা করেছেন আমেরিকান লেখক ও গল্পকার অ্যানি ইভান্স এবং বেশ কয়েক বছর ধরে তিনি বাংলাদেশী নির্মাতাদের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করেছেন। সেসময় তাঁর স্বামী, সিসেম স্ট্রিট’র পাপেটিয়ার মার্টিন পি. রবিনসন অনুষ্ঠান নির্মাণের পুরো সময় জুড়ে সিসিমপুর’র পুতুলনাচিয়েদের জন্য কর্মশালা পরিচালনা করেছেন। এই দুই ব্যক্তি জনপ্রিয় এই অনুষ্ঠানটিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ২০২২ সালে এর ১৫তম মরশুমের চিত্রগ্রহণ শুরু হয়েছিল।  

মার্টিন পি. রবিনসন