Bangladesh Advisor Barrister Ishtiaq Ahmed greets former president Jimmy Carter, Dhaka, 2001
In 2001, former president Jimmy Carter arrived in Dhaka alongside five members of the National Democratic Institute of International Affairs. This general election delegation, led by Carter, assessed the preparation process for the upcoming elections. Following the October elections, Carter remarked, “When I visited Bangladesh in August, I was impressed with the evenhanded, impartial preparations for the election being made by the caretaker government and the electoral authorities, laying the foundation for free and fair elections.”
AP Images/Pavel Rahman
বাংলাদেশ সরকারের উপদেষ্টা ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারকে শুভেচ্ছা জানান, ঢাকা, ২০০১ সাল
২০০১ সালে প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পাঁচ সদস্যের সাথে ঢাকায় আসেন। কার্টারের নেতৃত্বে এই সাধারণ নির্বাচনী প্রতিনিধি দল আসন্ন নির্বাচনের প্রস্তুতি প্রক্রিয়া মূল্যায়ন করেন। অক্টোবরের নির্বাচনের পর কার্টার মন্তব্য করেন যে, “আমি যখন আগস্টে বাংলাদেশ সফর করি, তখন আমি তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী কর্তৃপক্ষের আওতায় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভিত্তি হিসেবে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রস্তুতি দেখে মুগ্ধ হয়েছি।”
এপি ইমেজেস/পাভেল রহমান