President Jimmy Carter welcomes President Ziaur Rahman to the White House, Washington, DC, 1980
President Jimmy Carter welcomed President Ziaur Rahman to the White House for a meeting with dignitaries from both countries. The two assessed bilateral relations and discussed regional and international issues of mutual concern, including continued aid to the new democracy and improving agriculture, before President Rahman traveled to New York.
Jimmy Carter Presidential Library
প্রেসিডেন্ট জিমি কার্টার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হোয়াইট হাউসে স্বাগত জানান, ওয়াশিংটন, ডিসি, ১৯৮০ সাল
প্রেসিডেন্ট জিমি কার্টার উভয় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাতের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হোয়াইট হাউসে স্বাগত জানান। প্রেসিডেন্ট রহমান নিউইয়র্ক সফরে যাওয়ার আগে দুই নেতা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মূল্যায়ন করেন এবং নতুন গণতন্ত্রের জন্য অব্যাহত সহায়তা ও কৃষিকাজের উন্নতিসহ বিভিন্ন পরস্পর-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেন।
জিমি কার্টার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি