The Pakistan League of America holds a banquet in honor of U.S. Representative Arthur C. Klein, New York City, 1952
Despite the 1882 and 1917 acts that banned Asians from immigrating to the United States, many young Bengali ship workers settled in New York City during the 1920s and 1930s, “passing” as African American or Puerto Rican. Among this early wave of immigrants were Habib Ullah and Ibrahim Chowdry, who later married into, and became prominent organizers of, these communities. In 1947, Ullah and Chowdry co-founded the influential Pakistan League of America, whose members often hosted Black Muslims, revolutionaries, and cultural icons such as Malcolm X, Muhammad Ali, Miles Davis, and Kareem Abdul Jabbar.
Family of Ibrahim Chowdry
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি আর্থার সি. ক্লেইনের সম্মানে পাকিস্তান লিগ অফ আমেরিকা এক ভোজসভার আয়োজন করে, নিউ ইয়র্ক সিটি, ১৯৫২
১৮৮২ ও ১৯১৭ সালের আইনে এশীয়দের যুক্তরাষ্ট্রে অভিবাসন নিষিদ্ধ করা সত্ত্বেও অনেক তরুণ বাঙালি জাহাজ কর্মী ১৯২০ ও ১৯৩০-এর দশকে আফ্রো-আমেরিকান বা পুয়ের্তো রিকান হিসাবে “পার” হয়ে নিউইয়র্ক সিটিতে বসতি গেড়েছিলো। অভিবাসীদের প্রথম দিকের এই জনস্রোতের মধ্যে ছিলেন হাবিব উল্লাহ ও ইব্রাহিম চৌধুরী যারা পরে বিয়েশাদি করেন এবং এই সম্প্রদায়ে বিশিষ্ট সংগঠক হয়ে ওঠেন। ১৯৪৭ সালে উল্লাহ ও চৌধুরী যৌথভাবে প্রতিষ্ঠা করেন আমেরিকার প্রভাবশালী পাকিস্তান লিগ যার সদস্যরা প্রায়ই ম্যালকম এক্স, মোহাম্মদ আলী, মাইলস ডেভিস ও করিম আবদুল জব্বারের মতো কৃষ্ণাঙ্গ মুসলমান, বিপ্লবী ও অনুসরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে অনুষ্ঠান করতেন।
ইব্রাহিম চৌধুরীর পরিবার