Bangladeshi American restaurant owner Habib Ullah poses with his family and neighbors, New York City, c. 1940s 

Habib Ullah (back left), immigrated to New York in the 1920s from East Bengal. By the 1940s he owned a popular restaurant, the Bengal Garden, in Manhattan and raised his family in Spanish Harlem, a predominantly Hispanic neighborhood. Habib was one of many early South Asian immigrants who lived and married into Puerto Rican and African American communities in the United States, creating a diaspora unique to the United States. 

Alaudin Ullah and Habib Ullah Jr. 

 
 

রেস্তোরাঁ মালিক বাংলাদেশী আমেরিকান হাবিব উল্লাহকে তার পরিবার ও প্রতিবেশীদের সাথে দেখা যাচ্ছে, নিউ ইয়র্ক সিটি, ১৯৪০-এর দশকে 

হাবিব উল্লাহ (পেছনে বামে) ১৯২০-এর দশকে পূর্ব বাংলা থেকে নিউইয়র্কে অভিবাসন করেন। তিনি ১৯৪০-এর দশকে ম্যানহাটনে বেঙ্গল গার্ডেন নামে একটি জনপ্রিয় রেস্তোরাঁর মালিক হন এবং হিস্পানিক জনগোষ্ঠী অধ্যুষিত মহল্লা স্প্যানিশ হারলেমে তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন। হাবিব ছিলেন প্রথম দিকের দক্ষিণ এশীয় অভিবাসীদের অন্যতম যারা যুক্তরাষ্ট্রে পুয়ের্তো রিকো ও আফ্রো-আমেরিকান জনগোষ্ঠীর মধ্যে বসবাস ও বিয়ে করেছিলেন যার ফলে যুক্তরাষ্ট্রে পৃথক একটি প্রবাসী সম্প্রদায় গড়ে উঠেছিলো। 

আলাউদ্দিন উল্লাহ ও হাবিব উল্লাহ জুনিয়র