Shamima Begum Shewli (left) of the Bangladesh Forest Department works with Professor Amy Pickens (right), Dhaka, 2015 

In 2015, the University of Maryland’s Global Land Analysis and Discovery laboratory in the Department of Geographical Sciences launched a program to develop planning workshops, capacity building, and high-resolution mapping in Bangladesh. During the first workshop, participants created tree cover and tree cover loss maps for the country. This project supports the U.S. Forest Service’s work with USAID and the Bangladesh Forest Department’s Resource Information Management System Unit with forest monitoring and mapping, remote sensing, and geospatial application initiatives. 

Peter Potapov/UMD GLAD 

 
 
 

বাংলাদেশ বন বিভাগের শামীমা বেগম শিউলী (বামে) অধ্যাপক এইমি পিকেন্সের সাথে কাজ করছেন (ডানে), ঢাকা, ২০১৫ সাল 

ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের ভৌগোলিক বিজ্ঞান বিভাগের গ্লোবাল ল্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ডিসকভারি ল্যাবরেটরি ২০১৫ সালে বাংলাদেশে পরিকল্পনা কর্মশালা, সক্ষমতা বৃদ্ধি ও উচ্চ-মানের মানচিত্র প্রণয়ন উন্নয়নের লক্ষ্যে একটি কার্যক্রম শুরু করে। প্রথম কর্মশালা চলাকালে অংশগ্রহণকারীরা দেশের বৃক্ষ আচ্ছাদিত ও বৃক্ষ আচ্ছাদন হারানো ভূভাগের মানচিত্র তৈরি করে। প্রকল্পটির আওতায় ইউএসএআইডি ও বাংলাদেশ বন বিভাগের রিসোর্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইউনিটের সাথে যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের বিভিন্ন কাজ যেমন বন পর্যবেক্ষণ ও মানচিত্রায়ণ, দূর অনুধাবন এবং ভূ-স্থানিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগে সহায়তা দেয়া হয়। 

পিটার পোটাপভ/ইউএমডি গ্ল্যাড